নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় গভীররাতে চিৎকার চেঁচামেচি করার সময় ১২ কিশোরকে আটক করেছে পুলিশ। আটককৃতদের উৎপাতে অতিষ্ট হয়ে স্থানীয় লোকজন পুলিশকে অবগত করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে, তারা সবাই কিশোর গ্যাং এর সদস্য বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে ৩৪ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ওবায়দুল কাদের এমপি সড়ক (বাইপাস) থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, বসুরহাট পৌরসভা ২নং ওয়ার্ডের মোশারফ হোসেনের ছেলে তাহসিন সালমান (১৮), ৪নং ওয়ার্ডের হাফিজুর রহমানের ছেলে মাহমুদুর রহমান জিসান (১৮), ৭নং ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে সৈকত হোসেন (২২), মোস্তফার ছেলে আবদুল আল মামুন (১৮), ৮নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে ইকবাল তাহসিন (১৮), আবুল কালাম লিটনের ছেলে আরিফুর রহমান (১৮), ৯নং ওয়ার্ডের বেলায়েত হোসেনের ছেলে মোনতাকিম হোসেন (১৮), নাজমুল হুদা লিটনের ছেলে ইসপার হুদা তাবিব (১৮), ইউসুফের ছেলে মেহেদী হাসান (১৮), সিরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলা উদ্দিনের ছেলে আবিদ শাহরিয়ার সিফাত (১৮), রামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে আহনাফ মাহি (১৮) ও চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসুরহাট পৌরসভা রামদি ওবায়দুল কাদের এমপি সড়কে (বাইপাস) গভীর রাতে কিশোরগ্যাং এর সদস্যরা চিৎকার চেঁচামেচি করে আসছিল। স্থানীয় লোকজন চেষ্টা করেও তাদের ওইস্থান থেকে সরাতে পারেনি। নিরুপায় হয়ে আশপাশের স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১২জন কিশোরগ্যাং সদস্যকে আটক করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, রামদি বাইপাস সড়কে গভীর রাতে প্রায় বিভিন্ন ধরনের অপরাধের খবর পাওয়া যায়। রাতে কিশোরগ্যাংয়ের সদস্যদের চিৎকার ও উশৃঙ্খল আচরনের খবর পেয়ে তাদেরকে আটক করা হয়েছে।