অনলাইন ডেস্ক :
গাজায় ইসরায়েলের বর্বর হামলা এবং বাংলাদেশে রাজনীতির নামে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের স্মরণে ফেনীতে প্রদীপ প্রজ্বলন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখা।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন বাবলু।
সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক সমর দেব নাথের সঞ্চালনায় প্রদীপ প্রজ্বলনে সংহতি প্রকাশ করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি ও ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন।
জোটের সহ সভাপতি ও আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনীর সভাপতি কবি মঞ্জুর তাজিম, সংলাপ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক নারায়ন নাগ, উদয়ন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চৌধুরী, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি প্রদীপ দেবনাথ, পঞ্চবটি সাংস্কৃতিক সংগঠনের পরিচালক পৃথ্বীরাজ চক্রবর্তী ও বিধান চন্দ্র শীল, ফেনী থিয়েটারের সদস্য সচিব আনোয়ার হোসেন রাজু, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হক শামীম, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, আমন্ত্রন সাংস্কৃতিক একাডেমীর সভাপতি মো. শাহ আলম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ফেনী জেলা শাখার সভাপতি দিলু সরকার, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফেনীর সাধারণ সম্পাদক আর কে শামীম পাটোয়ারী, ফেনী সাহিত্য সভার আহ্বায়ক শাবিহ মাহমুদ, জাগরণী সাংস্কৃতিক একাডেমী সাধারণ সম্পাদক রাজীব দাস বাবলু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফিরোজ মামুন, ফেনী সদর শাখার সভাপতি আব্দুর রহিম প্রমুখ।
প্রদীব প্রজ্বলন অনুষ্ঠানে আর্য সাংস্কৃতিক কেন্দ্র, উদয়ন সাংস্কৃতিক কেন্দ্র, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র, অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্র, পঞ্চবটি সাংস্কৃতিক সংগঠন, জাগরণী সাংস্কৃতিক একাডেমী, ফেনী থিয়েটার, সংলাপ নাট্যগোষ্ঠী, সুবচন নাট্য দল, পায়রা শিশু কিশোর সংগঠন, সঙ্গীত শিক্ষার্থী সম্মেলন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, আমন্ত্রন সাংস্কৃতিক কেন্দ্র, সংগীত নিকেতন, নজরুল একাডেমী পরশুরাম ও ফুলগাজী উপজেলা, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা ও সদর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, রবীন্দ্র সাংস্কৃতিক কেন্দ্র, ফেনী সাহিত্য সভা, সাহিত্য সংগঠন বলপয়েন্ট, ফেনী আর্ট স্কুলসহ প্রায় ২৫ টি সংগঠন অংশগ্রহণ করেছে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ, শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।