শহর প্রতিনিধি :
দিল্লির মাওলানা সাদ অনুসারী মুসল্লীদের আয়োজনে ফেনীতে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী ইজতেমা অনুষ্ঠিত হবে। শহরের রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে লাতু মিঞা ব্রিক ফিল্ড সংলগ্ন মাঠে আগামী বুধবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। আগামী শুক্রবার বাদ জুমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৫ একর জায়গাজুড়ে তাবলীগ জামাতের প্রায় দুই শতাধিক কর্মী ইজতেমা মাঠের সামিয়ানা টাঙ্গানো, টয়লেট, গোসল ও অজুখানা নির্মাণে সেচ্ছাশ্রমে কাজ করছেন। জেলার ৬ উপজেলা থেকে তাবলীগ জামাতের প্রায় ১০ হাজার সাথী অংশগ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে।
জেলা তাবলীগ জামাতের প্রতিনিধি ওসমান গণি জানান, ইজতেমায় কাকরাইল শূরার পরামর্শক্রমে ওলামায়ে কেরামের নির্দেশনায় মুরুব্বীদের একটি দল অংশগ্রহণ করবেন। এছাড়া তিনি ১০ হাজার মুসল্লীর জন্য প্যান্ডেল তৈরি হলেও জুমাবার প্রায় ৫০ হাজারের বেশি মুসল্লী জমায়েত হবে বলে তার আশা।