নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ বিপুল জয় পেয়েছে। তারা ১৫ পদের ১১টিতে জয়ী হয়েছেন। আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল শুধুমাত্র সহ-সভাপতি ও অর্থ সম্পাদক এবং সদস্য পদের দুটিতে জয়ী হয়েছেন।
নির্বাচন কমিশনার ও সমিতির সদ্য সাবেক সভাপতি আবুল বশর চৌধুরী ভোট গণনা শেষে গতকাল শনিবার রাতে ফলাফল ঘোষণা করেন।
গতকাল সমিতি ভবনের দ্বিতীয় তলায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৭১ জনের মধ্যে ৩৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে সমমান আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের মো: আবদুস সাত্তার ১৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্ধী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের মো: আনোয়ারুল ইসলাম ফারুক ১৪৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে সমমান আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের টিপু সোলায়মান ১৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্ধী রসিক শেখর ভৌমিক পেয়েছেন ১২১ ভোট। এছাড়া বিজয়ী অপর প্রার্থীদের মধ্যে সমমান আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের সহ-সভাপতি পদে মো: ইসহাক ১৭২, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসাইন ১৬২, অডিটর পদে মো: আরিফ ১৫৯, সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক পদে হেদায়েত উল্লাহ ভূইয়া ১৬২, লাইব্রেরি সম্পাদক পদে মো. মোশারফ হোসেন খন্দকার ১৭০ ভোট পেয়েছেন।
অপরদিকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে বিজয়ীদের মধ্যে সহ-সভাপতি পদে তপন কান্তি ধর ২২৩ ও অর্থ সম্পাদক পদে মো: আরশাদ আলী ভূইয়া ১৮০ ভোট পেয়েছেন।
৬টি সদস্য পদের মধ্যে সমমান আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল চারটি পদে মো: মনির উদ্দিন মিনু, মো: মাঈন উদ্দিন রাজু, মো: ইউসুফ, আনোয়ার হোসেন ফরহাদ এবং সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল দুটিতে কাজি মোজাহেরুল ইসলাম জাহিদ ও ফারিহা জাহান জয়ী হন।
নির্বাচন কমিশনার আবুল বশর চৌধুরী জানান, বিজয়ীরা আগামী এক বছরের জন্য জেলা আইনজীবী সমিতির দায়িত্ব পালন করবেন।