দৈনিক ফেনীর সময়

জয়ের পথে মিজান মজুমদার

নিজস্ব প্রতিনিধি :

সব জল্পনার অবসান ঘটিয়ে ছাগলনাইয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী এনামুল হক বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতায় রয়েছেন। উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১লাখ ৬৯হাজার ১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৭হাজার ৬শ ৪৯জন ও মহিলা ভোটার ৮১হাজার ৩শ ৫১জন, হিজড়া ভোটার ১জন।

এবারের উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ছাগলনাইয়ায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিবি জোলেখা শিল্পী ব্যতীত অন্য প্রার্থীদের চোখে পড়ার মত ছিলনা কোন নির্বাচনী প্রচারনা। নির্বাচনের দিন ঘনিয়ে আসলেও ভোটের মাঠে কোন আমেজ ছিলনা। ৭জন প্রার্থীর মধ্যে ৫জনের উপজেলার কিছু কিছু জায়গায় নামমাত্র কিছু পোষ্টার ও ব্যানার দেখা গেলেও গণসংযোগ ও প্রচার প্রচারণায় তারা প্রায় অনুপস্থিত ছিল। লিফলেট হাতে কাক ডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত দুজন প্রার্থীকে দেখা গেলেও রহস্যজনক কারনে অন্যরা ছিল নীরব।

উপজেলা নির্বাচনে ৭জন প্রার্থীর ৬জনই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান মজুমদার কাপ পিরিচ ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী কলস প্রতীক নিয়ে সহজ জয়ের পথে। এছাড়া চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এএসএম সহিদ উল্যাহ মজুমদার দোয়াত কলম, ইসলামী ফ্রন্ট নেতা মেহেদী হাসান মুকুট প্রতীক, সাবেক আওয়ামীলীগ নেতা কাজী জায়েদ মোহাম্মদ গোলাম ফারুক টেলিফোন প্রতীক, আওয়ামীলীগ সমর্থক আবদুল হালিম আনারস প্রতীকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাছিমা আক্তার সেলাই মেশিন প্রতীকে প্রতিদ্বন্ধীতা করছেন।

ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল বলেন, ৫জুন অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার কাপ পিরিচ প্রতীক ও বিবি জোলেখা শিল্পী কলস প্রতীক নিয়ে বিপুল পরিমাণ ভোট পেয়ে বিজয়ী হবেন বলে আমরা আশা করি।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম কমল বলেন, নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন। মোট কেন্দ্র ৫৪টি তন্মধ্যে ১৬টি কেন্দ্র অতিগুরুত্বপূর্ণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!