শহর প্রতিনিধি :
রাত পোহালেই পবিত্র ঈদ উল আযহা। মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব উদযাপনে নানা প্রস্তুতি নেয়া হয়েছে। গরু কেনার পাশাপাশি দা-চুরি প্রস্তুতও করে নিয়েছেন সবাই।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, শহরের মিজান ময়দানে ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে ৭টা ১৫মিনিট, জহিরিয়া জামে মসজিদে ৭টা, সার্কিট হাউজ জামে মসজিদ, মহিপাল চৌধুরী বাড়ী জামে মসজিদ, শান্তি কোম্পানী জামে মসজিদ, পুরাতন রেজিষ্ট্রি অফিস জামে মসজিদ, ফেনী রেল ষ্টেশন জামে মসজিদ, উপজেলা পরিষদ জামে মসজিদ, হাজারী পাড়া জামে মসজিদ, বিরিঞ্চি কেন্দ্রীয় ছুফিয়া ঈদগাহ, মমিন জাহান জামে মসজিদ, মুন্সি বাড়ী জামে মসজিদ, জেলা কারাগার জামে মসজিদে সাড়ে ৭টা, তাকিয়া বাড়ি মসজিদ, লমি হাজারী বাড়ী জামে মসজিদ ও দক্ষিণ চাঁড়িপুর ঈদগাহ, মধ্য চাঁড়িপুর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহে ৮টা, জিএ একাডেমী ঈদগাহ ও পুলিশ লাইন জামে মসজিদে ৮টা ১৫ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, ঈদ জামাতের প্রস্তুতি তদারকী করতে শনিবার তিনি মিজান ময়দান পরিদর্শন করেছেন।