দৈনিক ফেনীর সময়

ফেনীতে ডিমের বাজার অস্থির

শহর প্রতিনিধি :

ফেনীতে সপ্তাহ-দুই সপ্তাহের ব্যবধানে অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার। গত দুই সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। যেখানে মঙ্গলবার ফেনী বড় বাজার ও সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটে প্রতিপিস ১২ টাকা ৫০ পয়সা অর্থাৎ ডজন ১৫০ টাকা বিক্রি করতে দেখা যায়। যা জেলার গ্রামঞ্চলে প্রতিপিস ১৪ টাকা অর্থাৎ ডজন ১৬৮ টাকা দরে বিক্রি হচ্ছে। গত কয়েকদিন দাম উঠানামা করছে বলে দাবী বিক্রেতাদের।

সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের মেসার্স ফারুক এন্টারপ্রাইজ, নাজমুল ট্রেডার্স, হাজী করিম এন্ড সন্স এবং বড় বাজারের আবছারের ডিম দোকানে গিয়ে দেখা গেছে, প্রতি ডজন ব্রয়লার মুরগীর ডিম ১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। অর্থাৎ প্রতিপিস ডিমের দাম পড়ে ১২ টাকা ৫০ পয়সা। একই বাজারের হাজী করিম এন্ড সন্স এর বিক্রয়কর্মী সুজন জানান, “আজকে আমাদের এখানে ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। গতকালও ১৫০ টাকা ছিল। পরশু ১৫৫ এবং এর আগের দিন ১৪৫ টাকায় বিক্রি হয়েছিল। একদিন একেকদামে বিক্রি হচ্ছে। একদিন কিছুটা কমলে আরেকদিন আবার বেড়ে যায়।”

ফারুক এন্টারপ্রাইজ এর ফারুক জানান, “ডজন ১৫০ টাকায় বিক্রি করতেছি। এছাড়া হাসের ডিম প্রতি পিস ১৫ টাকা ধরে বিক্রি করতেছি। মুরগীর ডিম একসপ্তাহ আগে ১৬০ টাকা ছিল। এখন কম দামে বিক্রি করতেছি।”

ফেনী বড় বাজারের ডিম বিক্রেতা আবছার বলেন, “এখন কিছুটা কমছে। সোমবার আবার বাড়তি ছিল। এটা নিয়মিত দাম বাড়ে-কমে। আমরা ১৫০ টাকা বিক্রি করতেছি। গত পরশুতো প্রতি শত পিসে ৫০-৬০ টাকা বাড়তি ছিল। এখন কমছে। আর হাসের ডিম পিস ১৫ টাকা দরে বিক্রি করতেছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!