দৈনিক ফেনীর সময়

স্টার লাইন সুইটস’র ৩১তম শোরুম উদ্বোধন

শহর প্রতিনিধি :

দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্টার লাইন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান স্টার লাইন সুইটস এর ৩১তম শোরুম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে ফেনী শহরের গ্রান্ড ট্রাংক রোডের তারা নিবাস সংলগ্ন শোরুমটি উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর খালেদ খানের মালিকানাধীন শোরুম উদ্বোধন অনুষ্ঠানে আল-জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমেদ, গ্র্যান্ড সুলতান কনভেনশন হলের কর্ণধার কেবিএম জাহাঙ্গীর আলম, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জাফর উদ্দিন, শহর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, গ্র্যান্ড হক টাওয়ারের পরিচালক সামিউল হক শাহীন, গ্র্যান্ড হক টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সহিদান, ফেনী চেম্বারের পরিচালক তাজুল ইসলাম ভূইয়া, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, ব্যবসায়ী মহিউদ্দিন খান ও হাজী মনির উদ্দিন খান সেলিম পাঠান, প্রীতম ফার্নিচারের মো: শাহজাহান, জহির উদ্দিন খান জিন্নাহ, স্টার লাইন গ্রুপের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিক জসিম মাহমুদ প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন মমিন-জাহান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইসমাইল হোসেন।

মেয়র স্বপন মিয়াজী বলেন, শহরের একটি জনগুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র পুরাতন মদিনা বাসস্ট্যান্ড এলাকা। এখানে স্টার লাইন সুইটস এর ব্যবসায় সম্প্রসারিত হওয়ায় এ এলাকার মানুষ সাধ্যের মধ্যে মানসম্পন্ন খাবার পাবে বলে তিনি আশা করেন।

স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেন, স্টার লাইন ফুড দেশের সীমানা ফেরিয়ে বিদেশেও পণ্য বাজারজাত করছে। আন্তর্জাতিক মানদন্ডে স্টার লাইন গ্রুপ এখন বিশে^ বড় বড় কোম্পানীর সাথে প্রতিযোগিতা করে টিকে আছে। কোয়ালিটির ব্যাপারে স্টার লাইন গ্রুপ কোন আপোষ করে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!