দৈনিক ফেনীর সময়

ফেনী শহরে যানজট নিরসনে মাঠে এসপি

নিজস্ব প্রতিনিধি :

ফেনী শহরের ট্রাংক রোডের জনগুরুত্বপূর্ণ স্থানে রাস্তার পাশের ফুটপাত দখল করে রেখেছেন ব্যবসায়ীরা। ফুটপাতে হাঁটতে না পেরে মানুষ রাস্তায় চলাচল করছেন। আবার রাস্তার মোড়ে রিকশা, সিএনজিচালিত অটোরিকশায় দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠানামা করেন। ফলে সৃষ্টি হয় যানজট।

এর প্রেক্ষিতে জিরোপয়েন্ট যানজট মুক্ত ও ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নেমেছেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি মঙ্গলবার দুপুরে ফেনী জেলা ট্রাফিক পুলিশ যানজট নিরসনে ব্যবস্থাপনা পরিদর্শন করেন। এসময় পথচারী, গাড়ী চালক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে ফেনী মডেল থানার ওসি মো: রহুল আমিন ও ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো: আনোয়ারুল আজিমকে নানা দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা প্রমুখ সঙ্গে ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “ফেনীকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার মতো যাবতীয় উপাদান আমাদের রয়েছে। ফেনীতে যোগদানের পর আমি পুরো শহর ঘুরে দেখেছি। শহরের তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ট্রাংক রোড জিরোপয়েন্ট, মহিপাল মোড়, ইসলামপুর রাস্তার মথা এ তিনটি জায়গায় সবসময় যানজট লেগে থাকে। ফেনী আসার পরই ট্রাফিক পুলিশ ও সহকর্মীদের নির্দেশনা দিয়েছি যানজট নিরসনের একটি পরিকল্পনা করার জন্য। তারা নিজেদের অভিজ্ঞতা ও মেধাকে কাজে লাগিয়ে এখানে একটি ব্যবস্থাপনা করেছেন। এর ফলে সিএনজি অটোরিক্সা সুশৃঙ্খলভাবে যাত্রী উঠানামা করার জন্য একটি বে তৈরী করা হয়েছে। এ ব্যবস্থাপনা মানার কারণে একটি ভালো পরিবর্তনও আমরা লক্ষ্য করছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!