শহর প্রতিনিধি :
ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের কমিটি ভেঙ্গে দেয়া এবং বৈষম্য বিরোধী আন্দোলনে হামলায় অংশগ্রহণকারী, বিরোধীতাকারী ও হামলায় সহযোগিতা করা শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। মঙ্গলবার ১১টা থেকে শুরু হওয়া বিক্ষোভ ২টা পর্যন্ত চলে।
আন্দোলনকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ সহ নানা শ্লোগান দেয়। শিক্ষার্থীদের পক্ষে আইন বিভাগের ২৫তম ব্যাচের শিক্ষার্থী সৈকত হোসেন সজীব অনির্দিষ্টকালের জন্য সকল ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা দিয়ে বলেন, “প্রথম যে দুই দফা দাবী রয়েছে তা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করছি। এবং প্রশাসনিক কাজও করতে দেয়া হবেনা। ৪৮ ঘন্টা সময় বেঁধে দিচ্ছি। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।” সজীব ১৫ দফা দাবি তুলে ধরেন।
ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ ফেনীর সময় কে বলেন, ছাত্রদের দাবী-ধাওয়া শুনেছি। কিছু দাবী-দাওয়া আমরা পূরণ করতে পারবো। ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টি ভেঙ্গে দেয়ার বিষয়ে বুধবার জরুরী মিটিং ডাকা হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত নেয়া হবে।