দৈনিক ফেনীর সময়

আন্দোলনের মুখে ভেঙ্গে দেয়া হলো ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড

নিজস্ব প্রতিনিধি :

শিক্ষার্থীদের আন্দোলনের মুুখে ফেনী ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। বুধবার রাতে জরুরী মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বোর্ড অব ট্রাস্টিজের সদস্যগণ জুম মিটিং করেন। বর্তমান সভাপতি ও সদ্য সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সভাপতিত্বে সভায় ট্রাস্টি সদস্য ছাড়াও উপাচার্য প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ ও ট্রেজারার প্রফেসর তায়বুল হক অংশ নেন। সভার একপর্যায়ে বর্তমান ট্রাস্টি বোর্ডের কমিটি ভেঙ্গে দিয়ে পুর্নগঠন করার সিদ্ধান্ত হয়। নতুন কমিটির সভাপতি হয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দিন আহমেদ। শিল্পউদোক্তা নুরুন নেওয়াজ সেলিমকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। সদস্য সচিব পদে ডা: তবারক উল্যাহ চৌধুরী অপরিবর্তিত রয়েছেন।

উপাচার্য প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ ফেনীর সময় কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউনিভার্সিটি প্রশাসন আলাপ-আলোচনা করে শিক্ষার্থীদের অপর ১৪ দফা দাবী পূরণ করা হবে।

এর আগে মঙ্গলবার দুপুরে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের কমিটি ভেঙ্গে দেয়া এবং বৈষম্য বিরোধী আন্দোলনে হামলায় অংশগ্রহণকারী, বিরোধীতাকারী ও হামলায় সহযোগিতা করা শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!