দৈনিক ফেনীর সময়

টানা বৃষ্টিতে পানিতে ডুবেছে শহীদুল্লা কায়সার সড়ক

শহর প্রতিনিধি :

টানা দুইদিনের ভারী বর্ষণে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে পানিতে তলিয়ে গেছে। এছাড়া শহরের বেশিরভাগ পাড়া-মহল্লার বাসা-বাড়িতেও পানি ঢুকছে। ফলে এসব সড়কে বসবাসকারী বাসিন্দা ও পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছে।

শহর ঘুরে দেখা গেছে, মূষলধারে টানা বৃষ্টি হওয়ায় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের স্টার লাইন টার্মিনালের সামনে থেকে এফ রহমান এসি মার্কেট পর্যন্ত থৈ থৈ পানি। ফায়ার সার্ভিস ও পুলিশ ফাঁড়ির সামনেও রয়েছে হাটু পানি। শহরে যাতায়াতে অনেকের পোষাক ভিজে জুবুথুবু অবস্থা। উৎসুক লোকজন জাল ফেলে মাছ ধরছেন।

এছাড়া মিজান রোড, একাডেমি রোড, শাহীন একাডেমি, রামপুর, তাকিয়া রোড, আবু বক্কর সড়ক, শাহীন একাডেমি রোড, ফেনী বড় বাজারে বিভিন্ন গলি, বারাহীপুর এলাকায় বিভিন্ন সড়ক, মহিপাল চৌধুরী বাড়ী সড়ক, পাঠান বাড়ী রোড সহ বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। এসকল সড়কে চলাচলরত অনেক সিএনজি অটোরিকশার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এতে করে পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।

পৌরসভার সচিব আবু জর গিফরী জানান, পানি অপসারনে কাল থেকে শহরে ২২০ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। পানি প্রবাহে বাধা সৃষ্টি হওয়ায় নামতে সময় লাগছে। বুধবার পৌরসভায় প্রশাসক এলে তার পরামর্শে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!