নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলায় বন্যা পরবর্তী ডায়রিয়া সামাল দিতে বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবায় বড় প্রতিষ্ঠান ডায়াবেটিক হাসপাতালে রোগীদের সংকুলান না হওয়ায় নতুন ইউনিট চালু হয়েছে। নতুন ভবনের তৃতীয় তলায় ১০ শয্যায় সবকটিতে বিনামূল্যে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।
হাসপাতালের সহকারি পরিচালক মোহাম্মদ ইউনুছ জানান, বন্যা পরবর্তী সময়ে পানি নেমে যাওয়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। মহামারি আকার ধারণ করার আগে বিনামূল্যে চিকিৎসার উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ২৬ আগস্ট থেকে শুরু হওয়া নতুন ইউনিটে ইতিমধ্যে ৫৬ জন চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে বেশিরভাগই শিশু। এসময়ে আউটডোরে দুই শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ডা: খান মোহাম্মদ আসাদুল্লাহ হেল গালিব জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে ১শ শয্যার হাসপাতালে সামাল দেয়া সম্ভব হচ্ছিল না। তাই জরুরী ভিত্তিতে আরো ১০ শয্যা চালু করা হয়। সেখানে একজন মেডিকেল অফিসার, দুইজন নার্স, একজন আয়া ও একজন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত রয়েছেন। যতক্ষণ পর্যন্ত সামর্থ্য থাকবে, রোগী ভর্তি নেয়া হবে বলে তিনি জানান।
এদিকে রোগীর চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। ফেনী জেনারেল হাসপাতালে ১৮ শয্যার ওয়ার্ডে ১৪০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। দিনের বেলায় ভবনের মেঝে ও বারান্দায় স্থান না পেয়ে হাসপাতাল আঙ্গিনায় গাছে স্যালাইন টাঙিয়ে চিকিৎসা নেন।