নিজস্ব প্রতিনিধি :
ফেনী শহরের মহিপালে ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের গুলিতে সরোয়ার জাহান মাসুদ নিহতের মামলায় এজাহারভুক্ত আসামী মেজবাহ উদ্দিন মেজুকে গ্রেফতার করেছে র্যাব। মেজু উপজেলার মাতুভূঞা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭নং ওয়ার্ডের মেম্বার।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে র্যাবের একটি দল উত্তর আলীপুর এলাকার আমিন উল্যাহ ইসলামিয়া দাখিল মাদরাসা সংলগ্ন সড়কে অভিযান চালায়। এসময় মেজবাহ উদ্দিন মেজু (৪৪) কে গ্রেফতার করা হয়। মেজু ওই এলাকার আবদুল কুদ্দুসের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো: শরীফ-উল-আলম জানান, জিজ্ঞাসাবাদে মেজু মাসুদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামী হওয়ার কথা স্বীকার করে। তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান, গ্রেফতার হওয়া মেজুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৪ আগষ্ট মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে বেশ কয়েকজন নিহত ও শতাধিক আহত হন। জায়লস্কর ইউনিয়নের সরোয়ার জাহান মাসুদ নিহতের ঘটনায় ১৫ আগস্ট তার মা বিবি কুলসুম বাদি হয়ে ১৩৫ জনের নাম উল্লেখ করে ১৫০-২শ জনকে অজ্ঞাত আসামী করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।