দৈনিক ফেনীর সময়

ফেনীতে ছাত্র-নাগরিক মতবিনিময় সভা

শহর প্রতিনিধি :

ফেনীতে দূর্ণীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিকদের মতবিনিময় সভা রবিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের, তাসনিয়া নওরিন, আলী আহমেদ আরাফ, জিয়া উদ্দিন আয়ান, সুমাইয়া আক্তার, খালিদ হাসান, মো: মহিউদ্দিন ও মুহিদুল ইসলাম রিন্তু। কেন্দ্রীয় সমন্বয়ক হামযা মাহবুবের সঞ্চালনায় এসময় শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ শ্রাবণের পিতা নেসার আহমদ এবং শহীদ কাওসারের ভাই ইমরান হোসেন।

কেন্দ্রীয় সমন্বয়কগণ তাদের বক্তব্যে ৪ আগস্ট মহিপালে গণহত্যায় জড়িতদের বিচার দাবী করেন। তারা বলেন, “ফেনীর মহিপালে নিজাম হাজারীর নির্দেশে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে তার বিচার ফেনীর মাটিতে হতে হবে। শুধু নিজাম হাজারী নয়, তার যত দোসর রয়েছে সবার বিচার হতে হবে। এবং ছাত্র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। আমাদের ভাইদের খুনিদের ছাড় দিতে চাই না।”

এর আগে কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামজা মাহবুবের নেতৃত্বে সমন্বয়কদের একটি টিম ফুলগাজীর আনন্দপুরে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ ও সদরের ফাজিলপুর ইউনিয়নের শহীদ সাঈদুল ইসলাম শাহীর কবর জিয়ারত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!