নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ পুলিশের ডিআইজি (প্রশাসন) হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন ফেনীর কৃতি সন্তান ডিআইজি আবু নাসের মো: খালেদ। একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে পুলিশ বাহিনীতে তার সুনাম রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিজ জেলা ফেনী বাড়ী হওয়ার সুবাদে দীর্ঘদিন বৈষম্যের শিকার হন মেধাবী এ পুলিশ কর্মকর্তা। ১৫তম বিসিএস এর মাধ্যমে যোগদানকারী এ পুলিশ কর্মকর্তাকে দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্ছিত হয়ে ঢাকার বাইরে এ.পি.বি.এন বরিশাল, পুলিশ ট্রেনিং সেন্টার মহেরা, টাঙ্গাইলে পদায়ন করে রাখা হয়।
তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষা বোর্ডে মেধা তালিকায় স্থান অর্জন করেন। স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেনীতে প্রথম স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। এরপর ১৫তম বিসিএস পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়ে পুলিশ বাহিনীতে যোগ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের পটপরিবর্তনের পর অন্তবর্তী সরকারের সময়ে তিনি ডিআইজি পদোন্নতি পান। তার পৈত্রিক বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা এলাকায়।
তার এ পদোন্নতি ও পদায়নে ফেনীর পুলিশ পরিবার বাংলাদেশ পুলিশ এর মহাপরিদর্শক ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসঙ্গে মেধাবী ও চৌকস পুলিশ কর্মকর্তা আবু নাসের মো: খালেদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।