নিজস্ব প্রতিনিধি :
চট্টগ্রামের হাটহাজারিতে হেফাজত নেতাকর্মীদের গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামী হয়েছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শাহাাদাত হোসেন। আলোচিত ওই মামলায় হাটহাজারী থানার সাবেক ওসি রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
২০২১ সালের মার্চে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের আন্দোলন শুরু হয়। ওই সময় হাটহাজারী মাদ্রাসা থেকে বের করা একটি মিছিলে গুলি চালায় পুলিশ। এতে চার শিক্ষার্থী নিহত হন। হাটহাজারী থানায় তৎকালীন ওসির দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ওই ঘটনায় দুটি হত্যা মামলা হাটহাজারী থানায় দায়ের হয়। আবদুল জব্বার বাদি হয়ে দায়ের করা ওই মামলায় শাহাদাত হোসেনকে ৩নং আসামী করা হয়েছে। তিনি তৎসময়ে হাটহাজারি সার্কেলের এএসপি ছিলেন।