সদর প্রতিনিধি :
ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬০ পরিবারকে ২৫ কেজি করে চাল বিতরণ করলেন আস সুন্নাহ ফাউন্ডেশন। বৃহস্পতিবার বিকালে ধর্মপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে চাল বিতরন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ধর্মপুর ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহিন। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী প্রতিনিধি আরিফ মিশর, মাহমুদুল হাসান, মানসুর আকিব, সাখাওয়াত হোসেন। এসময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আস সুন্নাহ ফাউন্ডেশনের ফেনী জেলা স্বমন্বয়ক মাওলানা খুরশিদ আলম বলেন, বন্যার শুরু থেকে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ হতে আমরা শুকনা খাবার, ১০ কেজি করে চাল বিতরন, উদ্ধার কার্যক্রমে অংশগ্রহন করেছি। বর্তমানে সমগ্র ফেনী জেলায় প্রত্যেকটি ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন আস সুন্নাহ ফাউন্ডেশন। পরবর্তী গৃহ নির্মানে সহায়তা প্রদানের লক্ষ্যে যাচাই-বাছাই চলছে।