দৈনিক ফেনীর সময়

ফেনী জামায়াতের আমীর পদে পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিনিধি :

জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার রুকন সম্মেলন শনিবার সকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ফেনী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের নারী-পুরুষ রুকনগণ জেলা আমীর পদে ভোটপ্রদান করেন। সম্মেলনে প্রধান অতিথি থেকে নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নির্বাচন পরিচালক নজরুল ইসলাম খাদেম।

তিনি বলেন, প্রতিশোধ পরায়ন না হয়ে দেশ পূণর্গঠনে ভূমিকা রাখতে হবে। ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতা ব্যর্থ করার চেষ্টা বরদাশত করা হবেনা। ফ্যাসিস্ট সরকারকে পুনর্বহালের চেষ্টা জামায়াত-শিবির নেতাকর্মীরা রুখে দিবে।

তিনি আরো বলেন, অন্তবর্তী সরকারকে সংস্কারের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। সংস্কারের জন্য জামায়াতের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের জেলা আমীর একেএম শামছুদ্দীন। পরে জেলার কর্মপরিষদ সদস্য, জেলা শূরা সদস্যগণ, উপজেলা আমির ও সেক্রেটারিগণ, রুকনদের উপস্থিতিতে গোপন ভোটে এ সম্মেলনে জেলা জামায়াতের আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম খাদেম।
জেলা প্রচার সম্পাদক আ,ন.ম আবদুর রহীম জানান, দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে ফেনী জেলা জামায়াত ইসলামির রুকন সম্মেলন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সাড়ে ১৪শ নারী-পুরুষ রুকনের মধ্যে ৯৭শতাংশ প্রত্যক্ষ ভোটে অংশ নিয়েছেন। ২০ অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় কার্যালয় থেকে নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।

এদিকে দলের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর পর জেলা আমীর পদে পরিবর্তন আসছে। একেএম শামছুদ্দীনের স্থলে কে হবেন পরবর্তী আমীর তা দলীয় সূত্র নিশ্চিত করে বলতে পারেননি। তবে চলতি মাসের শেষসপ্তাহে নতুন আমীরের নাম ঘোষণা করা হবে। বর্তমান নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ ও সেক্রেটারী মুফতি আবদুল হান্নানের যে কেউ জেলা আমীর হতে পারেন বলে দলীয় নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!