দৈনিক ফেনীর সময়

চৌদ্দগ্রামে হাত-পা বেঁধে হত্যা, দারোয়ানের লাশ উদ্ধার

চৌদ্দগ্রামে হাত-পা বেঁধে হত্যা, দারোয়ানের লাশ উদ্ধার

চৌদ্দগ্রাম প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার সকালে রবি আজিয়াটা টাওয়ারের সিকিউরিটি গার্ড আবুল হাশেম(৬৪) এর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান। নিহত আবুল হাশেম ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার কাউরাট চকবাড়ির মৃত আকবর আলী মাস্টারের পুত্র।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, শনিবার ভোরে পৌর এলাকার ফালগুনকরায় অবস্থিত রবি মোবাইল সিম টাওয়ারে দায়িত্বরত একজন সিকিউরিটির লাশ হাত-পা ও মুখ গামছা দিয়ে বাঁধা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাধা অবস্থায় লাশটি দেখতে পাই। স্থানীয়ভাবে সিকিউরিটির নাম আবুল হাশেম বলে জানতে পারি। তবে তাকে কে বা কারা হত্যা করেছে, সে সম্পর্কে স্থানীয়রা কিছুই বলতে পারছে না। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতের যে কোন সময় অজ্ঞাতনামা দূস্কৃতিকারীরা সিকিউরিটি গার্ডকে হত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত সিকিউরিটি গার্ড আবুল হাশেম দীর্ঘ ২০ বছর ধরে রবি টাওয়ারটিতে কর্মরত রয়েছেন। এরই সুবাধে আশে-পাশের বাসিন্দাদের সাথে তার একটা সু-সম্পর্ক হয়ে যায়। তিনি এখানের ভোটার বলেও স্থানীয়রা জানান। তবে ঘটনার আগেই তারই সহকর্মী সফিউল্লাহ ছুটি ছাড়াই অনুপস্থিত রয়েছেন।

সিকিউরিটি কোম্পানীর এন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনোয়ার হোসেন জানান, নিহত আবুল হাশেম ছাড়াও হাফেজ সফি উল্লা সিকিউরিটি গার্ড হিসেবে ফাল্গুনকরা রবি টাওয়ারে দায়িত্ব পালন করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার উজ জামান আরও বলেন, ‘সিকিউরিটি আবুল হাশেমকে অজ্ঞাতনামা দূস্কৃতিকারীরা হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আবুল হাশেমকে হত্যা করা হলেও টাওয়ারের কোন মালামাল লুট হওয়ার আলামত পাওয়া যায়নি। হত্যার রহস্য উদঘাটন ও দূস্কৃতিকারীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!