নিজস্ব প্রতিনিধি :
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ বলেছেন, “একটি বক্তব্য ফেসবুকে শুনেছিলাম। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকে রাখতে এই জাতীয় কথা থেকে বিরত থাকতে হবে। জামায়াতে ইসলামী সম্পর্কে কথা বলার আগে ওযু করে কথা বলবেন। সেই যোগ্যতা এখনো হয়নাই। আপানাদের নেতৃবৃন্দ জামায়াতে ইসলামী সম্পর্কে কথা বলতে সাহস করে না। আপনার নিজেদের কর্মীদের নিয়ন্ত্রনের চেষ্টা করুন। আমাদের কোন কর্মী-সমর্থককে নিয়ে দুই মাসেও কোন অনিয়মের সাথে জড়িত থাকে অভিযোগ দিতে পারবেন না। আপনাদের কর্মীদের বিরুদ্ধে থানা থেকে শুরু করে সব জায়গা থেকে অভিযোগ আসছে। কর্মী বাহিনী বেশী থাকলে সমস্যা বেশি থাকতে পারে। আপনারা আপনাদের নিয়ে কথা বলে কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করুন।”
শুক্রবার বিকালে দাগনভূঞা উপজেলার সিলোনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী-সহযোগি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত-শিবির অনিয়মের প্রতিবাদ করবে উল্লেখ করে মেজবাহ উদ্দিন আরো বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি করেনা, অতীতেও ক্ষমতায় ছিল না। সবাইকে দেখা শেষ হয়ে গেছে। জামায়াত ক্ষমতার রাজনীতি করেনা। একটি একটি করে সোনার মানুষ করতে চায়। তাহলে সোনালী সমাজ তৈরি হবে। ইসলামী ছাত্রশিবির গত ১৫ বছরের অর্জন ৫ তারিখে দেখিয়ে দিয়েছে। যারা জানেন, খবর দেখেন ছাত্রশিবির সেই খবর তৈরি করে। ইসলামের আলোকে সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সমাজে কোনরকম দখলবাজি, নৈরাজ্য, হানাহানি, মাদকের ব্যবসা থাকবে না। অনৈতিক কাজের প্রশ্রয় দেয়া হবেনা। কাউকে অনিয়ম করতে দেয়া হবেনা। জামায়াত-শিবির নেতাকর্মীরা অন্যায়ের প্রতিবাদ করতে প্রস্তুত রয়েছে।”
এফবিসিসিআই এর সদস্য মেজবাহ আরো বলেন, “বিনাকারনে ৪ আগস্ট সরোয়ার জাহান মাসুদকে গুলি করে শহীদ করে দেয়া হয়েছে। এ হত্যাকান্ডগুলোর সুষ্ঠু বিচার হতে হবে। অসংখ্য তরুণ ছাত্র-জনতার রক্তদানের কারনে যেই সমাজ প্রতিষ্ঠা হয়েছে সেই যুদ্ধ এখনো শেষ হয়নি। ইসলাম কায়েম হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবোনা। আবু সাঈদ, মুগ্ধ, মাসুদরা রক্ত দিয়ে বাংলার প্রত্যেকটি ইঞ্চি মাটি শত্রুমুক্ত করেছে। তাদের প্রতি ফোটা রক্তের বিনিময়ে ইসলামের জন্য উর্বর করতে চাই।”