সদর প্রতিনিধি :
ফেনী শহরতলীর কালিপাল এলাকায় বৃহস্পতিবার দিনগত রাতে মো: ইয়াছিন সোহাগ (২১) নামে খামার কর্মচারীকে কুপিয়ে খুনের পর তিনটি গরু লুট করে নিয়েছে ডাকাতদল।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল কালিপাল এলাকার ভূঞা ডেইরি ফার্মে ঢুকে সশস্ত্র ডাকাত দল। খামার কর্মচারী সোহাগ তাদের থেকে ছুটে পার্শ্ববর্তী মালিকের ঘরের সামনে গেলে সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সোহাগ ময়মনসিংহ জেলার গৌরিপুর সাতুতী বড়বাড়ির আবদুস সামাদেও ছেলে।
খামার মালিক মামুন বলেন, রাত সাড়ে ৩টার দিকে চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। এসময় ঘর থেকে বের হয়ে মুখোশপরা দুইজন ডাকাত সোহাগকে কুপিয়ে জখম করতে দেখেছি। পরবর্তীতে ডাকাত দল ট্রাকে তুলে তিনটি গরু নিয়ে পালিয়ে যায়। লুট হওয়া তিনটি গরুর দাম আনুমানিক ৩ লাখ ৮০ হাজার টাকা।
এদিকে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো: হাবিবুর রহমান ও ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।
পুলিশ সুপার মো: হাবিবুর রহমান বলেন, বন্যা পরবর্তী মানুষ কর্মহীন হয়ে পড়ায় অপরাধ বেড়েছে। চুরি-ছিনতাই রোধে পুলিশের টহল বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি জনগন সচেতন হয়ে এলাকা ভিত্তিক পাহারাদার বসালে এ ধরনের অপরাধ ঠেকানো যাবে।