দৈনিক ফেনীর সময়

লক্ষ্মীয়ারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীকে জামায়াতের সহায়তা

লক্ষ্মীয়ারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীকে জামায়াতের সহায়তা

সদর প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ী রাহাতুল ইসলাম, বিপ্লব কুমার রায় ও ইমাম হোসেনকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল সোমবার সকালে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা তুলে দেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান। এসময় জেলা সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম ও পাঁচগাছিয়া ইউনিয়ন আমীর মাওলানা জাহাঙ্গীর আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুফতি আবদুল হান্নান বলেন, যেকোন দূর্যোগ-দূর্বিপাকে ক্ষতিগ্রস্ত মানুষকে জামায়াতে ইসলামী সহায়তার হাত বাড়িয়ে দেয়। এর অংশ হিসেবে তিন ব্যবসায়ীকে সহায়তা প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!