সময় ডেস্ক :
শনিবার বিকালটি ছিল ফেনী রেলওয়ে স্টেশন ও আশপাশের পথশিশুদের জন্য অন্যরকম আনন্দের। এর আগে এরা অনেকে এত পিঠা একসঙ্গে দেখেওনি। সঙ্গে খেলাধুলাতো আছেই। তাদের জন্য এ আনন্দ আয়োজন করেছে ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ ফেনী শাখা।
ওয়াইসিএসবিডিয়ান আদ্রিতা তাবাসসুম অমি’র সঞ্চালনায় অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তারপর পথশিশুদের প্রতিভা অন্বেষণে কেরাত, গজল ও ছড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য কানামাছি খেলা, বালিশ খেলা, মোরগ লড়াই, হাড়ি ভাঙ্গা খেলার আয়োজন করা হয়। ফেনী শাখার সদস্য ও অতিথিদের জন্য হাঁড়ি ভাঙ্গা খেলার প্রতিযোগিতা আয়োজন করা হয়। উক্ত খেলাধুলা শেষে পথশিশুদের মাঝে ৬ প্রকারের পিঠা ও ৩ রকম ভর্তা’র আয়োজন করা হয়। তাছাড়া পিঠা উৎসব ও শৈশবের খেলাধুলা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।
পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ ফেনী শাখার উপদেষ্টা ওয়াইসিএসবিডিয়ান মোরশেদ হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ উপদেষ্টা ওয়াইসিএসবিডিয়ান মোহাম্মদ ফয়সল ভূঁইয়া, এখন টিভির জেলা প্রতিনিধি ডালিম হাজারী, হকার্স সম্পাদক তারেক মজুমদার, ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ মিনিস্ট্রি বোর্ডের ইমিডিয়েট ফাস্ট রিপ্রেজেনটেটিভ ওয়াইসিএসবিডিয়ান তাহসিনুল ইসলাম ফারহান, ডিবিসি নিউজের ফটো সাংবাদিক দুলাল তালুকদার, ব্যবসায়ী মিজানুর রহমান।
সভাপতিত্ব করেন প্রজেক্ট চেয়ারম্যান ওয়াইসিএসবিডিয়ান শাহাদুজ্জামান শাহেদ। ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ ফেনী শাখার সিনিয়র সদস্য ওমর ফারুক ও ফেরদৌস বল মামুন, ওয়াইসিএসবিডিয়ান আব্দুর রহিম সাকিব, পিংকি আক্তার, ফারজানা আক্তার, ওমর সানি শাহাদাত হোসেন রিয়াজ, রাকিব হোসেন, জয়া জান্নাত, আব্দুল কাদের জিলানী প্রমুখ উপস্থিত ছিলেন।