নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে বিড়ালের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৪টি বিড়াল ছানা (শাবক) জন্ম হয়েছে। শনিবার রাতে ফেনীর ওয়ালী’স ভেট কেয়ারে হাসপাতালে সিজার অপারেশনটি করেন ভেটেরিনারি চিকিৎসক ডা: জিয়া দ্দিন।
সূত্র জানায়, শনিবার রাতে দাগনভূঞা পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মো: তানভীর তার সখের পোষা বিড়ালের (নাম- ওজি) সন্ধ্যা থেকে প্রসব ব্যাথা উঠে। রাতে ফেনীর ভেটেরিনারি চিকিৎসক জিয়া উদ্দিনকে জানানোর পর তার পরামর্শক্রমে ফেনীর ভেটেরিনারি প্রাইভেট হাসপাতাল ওয়ালীস ভেট কেয়ারে নিয়ে আসা হয়। দীর্ঘক্ষন চেষ্টা করেও স্বাভাবিক প্রসব না হওয়ায় মালিক তানভীরের অনুমতি নিয়ে সিজারিয়ান অপারেশন করা হয়। এসময় বিড়ালি ৪টি শাবক জন্ম দেয়। তার মধ্যে ২টি বাচ্চা মৃত ও ২টি জীবিত রয়েছে।
ডা: জিয়া উদ্দিন জানান, “আরো আগে সিজার অপারেশন করা হলে ৪টি শাবকই বাঁচানো যেতো। এদিকে বিড়ালির সিজারের মাধ্যমে বাচ্চা হওয়ার খবর জানাজানি হলে আশপাশের শতশত উৎসুক লোকজন ভীড় করে। একপর্যায়ে গতকাল রবিবার সকালে তাকে মালিকের জিন্মায় ছাড়পত্র দেয়া হয়। এ অপারেশনে ৬ হাজার টাকা খরচ নেয়া হয়েছে। আগামী ১০দিন পর বিড়ালিকে হাসপাতালে নিয়ে এলে সেলাই কাটা হবে।
তিনি জানান, ভেটকেয়ার হাসপাতালে ইতিমধ্যে গরু, গরুর বাচুর, ছাগলের বিভিন্ন রোগের বেশ কয়েকটি অপারেশন করা হয়। এছাড়া পোল্ট্রি খামারে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বেশি পরিমাণ মুরগি মারা গেলে সেসব মুরগির পোস্টমর্টেম করা হয়।