দাগনভূঞা প্রতিনিধি :
জুলাই-আগষ্টের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় এগিয়ে এসেছে আমেরিকান প্রবাসীরা। তাদের উদ্যােগে ১৩২টি পরিবারকে টিন,পিলার সহ ধরনের গৃহ নির্মান সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে পরিবার গুলোর মাঝে স্বস্তি বিরাজ করছে ও হাসি ফুটে উঠেছে। বুধবার দাগনভূঞার আতার্তুক স্কুল মাঠে এসব গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম. আজহারুল ইসলাম প্রধান অতিথি থেকে উপকারভোগীদের মাঝে এসব গৃহ নির্মাণ সামগ্রী হস্তান্তর করেন।
আয়োজকরা জানান, ক্ষতিগ্রস্থ ১৩২ পরিবারের মাঝে ৩২ লক্ষ ৩৯ হাজার টাকার গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। যার মধ্যে একেবারে গৃহহীন ৪ পরিবারকে সম্পুর্ন গৃহ নির্মাণ সামগ্রী হস্তান্তর করা হয়েছে এবং আংশিক ক্ষতিগ্রস্থ ১২৮ পরিবারের মাঝে বিভিন্ন ধরনের গৃহ নির্মান সামগ্রী বিতরণ করা হয়।
দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও আর্তার্তুক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা থানার ওসি মো: লুৎফর রহমান, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা এনায়েত উল্যাহ, দাগনভূঞা আমেরিকাস্থ প্রবাসী সংগঠনের উপদেষ্টা ফারুক আহম্মেদ সুমন, দাগনভূঞা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন ও কালবেলা ফেনী প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ।