দৈনিক ফেনীর সময়

ফেনীতে র‍্যাবের অভিযানঃ মদ-গাজাঁসহ ৩ মাদককারবারী আটক

অনলাইন ডেস্ক:

ফেনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা, ১১৪ বোতল বিদেশি মদসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ফেনীস্থ র‍্যাব-৭।

সোমবার দিবাগত রাত ২ টার সময় ফেনী জেনারেল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।

আটককৃতরা ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প এলাকার সাইফুল ইসলামের ছেলে শাকিল ইসলাম(১৯), মো: সায়েদ এর ছেলে শরিফ উদ্দিন সোহেল(৩০), মো: মোস্তফার ছেলে মো: রাজু (১৮)।

র‍্যাব জানায়, তিন মাদককারবারী দীর্ঘ দিন থেকে ফেনীর সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে ফেনী জেলার আশপাশে ও চট্টগ্রাম শহর এলাকায় বিক্রি করে থাকে।

র‍্যাব জানায়, গোপন সংবাদে মাদক প্রচারের খবর পেয়ে র‍্যাবের একটি দল সোমবার দিবাগত রাত ২ টায় ফেনী জেনারেল হাসপাতাল সংলগ্ন পুলিশ বক্সের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কালে র‍্যাবের উপস্থিত টের পেয়ে চট্টগ্রাম মুখী একটি পিকআপ দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে, এসময় র‍্যাব সদস্যরা দাওয়া করে পিক-আপটি তল্লাশি করে গাড়ীতে থাকা ৩ মাদককারবারিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তাদের দেখানো স্থানে গাড়ী থেকে ১১৪ বোতল বিদেশি মদ ও ১৬ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনা আজ মঙ্গলবার দুপুরে ফেনীস্থ র‍্যাব ৭ বাদী হয়ে ফেনী মড়েল থানায় একটি মামলা দায়ের করে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!