দাগনভূঞা পৌরসভার জগতপুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জায়গায় ঘর নির্মাণ করা হয়েছে। এনিয়ে প্রতিবাদ করতে গেলে দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হায়দার লিটন হুমকি-ধামকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী উম্মে কুলসুম জানান, গত ১৫ ডিসেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ ধারায় মামলা করেন তিনি। মামলা দায়েরের পর আদালত নালিশী ভুমিতে শান্তি শৃঙ্গলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন এবং নালিশি ভুমির বাস্তব দখল বিষয়ে সরেজমিনে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য সহকারী কমিশনার (ভূমি) ও দাগনভঞা থানাকে নির্দেশ দেন আদালত। এতে ক্ষিপ্ত হয়ে গভীর রাতে ভাড়াটে লোকজন নিয়ে ওই জায়গায় টিনের ঘর নির্মান করে।
কুলসুম আরো জানায়, পৈত্রিক সুত্রে তারা এ জায়গার মালিক। জসিম উদ্দিন লিটন, জিয়াউদ্দিন রিপন ও এনামুল হায়দার সম্পর্কে চাচাতো ভাই। তার ভাইয়েররা প্রবাসে থাকায় লিটন সহ তার পরিবারের সদস্যরা জায়গাটি জোরপূর্বক দখল করে।