দৈনিক ফেনীর সময়

দাগনভূঞায় ভেজাল বিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:

ফেনীর দাগনভূঞায় ভেজাল বিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ ডিসেস্বর) দুপুরে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম.আজহারুল ইসলাম এ জরিমানা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের নুহা ইউনিক প্রাইভেট লিমিটেড সাবান ফ্যক্টরিতে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম.আজহারুল ইসলাম এ সময় সাবান ফ্যাক্টরিতে বিএসটিআইয়ের অনুমতি না নিয়ে ডিটারজেন্ট পাউডার উৎপাদন সাবান উৎপাদন করার অপরাধের প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে দাগনভূঞা পৌর শহরে বিসমিল্লাহ সুপার বেকারিতে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমতি না নিয়ে লগো ব্যবহার ও বেকারিতে খাদ্য পন্য উৎপাদন করা ও সঠিক পরিমাপ না থাকার অপরাধে বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআইয়ের কুমিল্লা অঞ্চলের পরিদর্শক মো: জিল্লুর রহমান সঙ্গীয় টিম ও দাগনভূঞা থানা পুলিশের একটি টিম সহায়তা করে।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম.আজহারুল ইসলাম জানান, ভেজাল নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক উপজেলার বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযান অব্যহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!