অনলাইন ডেস্ক:
ফেনী শহরের দাউদপুল কাঁচাবাজারে আসা এক সবজি বিক্রেতার কাছে দাবীকৃত চাঁদা না পেয়ে সিএনজি অটোরিক্সা চুরির ঘটনায় মুন্না নামে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার এসআই বেলাল হোসেন জানান, গতকাল রাতে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবস্থান নেয় পুলিশ। এসময় কৌশলে মুন্না (২০) কে গ্রেফতার করা হয়। মুন্না শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার বাসিন্দা মো: জামালের ছেলে। চুরি হওয়া সিএনজি অটোরিক্সা উদ্ধারে চেষ্টা চলছে। এর আগে সোমবার দুপুরে এ মামলায় পৌর যুবদল সদস্য মোতালেব পাটোয়ারী
দাউদপুলে সিএনজি অটোরিকশা আলফাজ ও রুবেলকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত: গত ৩ নভেম্বর রাতে সিএনজি অটোরিক্সায় সবজি নিয়ে দাউদগুল কাঁচাবাজারের উদ্দেশ্যে রওনা হন ফটিকছড়ির ভুজপুর থানার আনোয়ার হোসেন। ওইদিন রাত ৩টার দিকে বাজার থেকে গাড়ীটি চুরি হয়ে যায়। এ ঘটনায় গাড়ীর মালিক আবু আহম্মদ বাসি হয়েরামপুর পাটোয়ারী বাড়ীর মোতালেব পাটোয়ারী ও সৈকত, শর্শদী এলাকার খানে বাড়ীর ফাহিম, পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার মুন্না, পিরোজপুর জেলার জিয়ানগর থানার প্রত্যাশী ইউনিয়নের গামগাছিয়া এলাকার আলফাজ, দাউদপুল এলাকার মোঃ রুবেলকে আসামী করে ফেনী মডেল থানায় মামল্য দিয়েছেন। গাড়ীর মালিক আবু আহম্মদ জানান, ছাগলনাইয়ার একটি শোরুম থেকে কিস্তিতে গাট্টাটি কিনেছিলেন। পরিবারের আয়ের একমাত্র সম্বলটি হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন। কীভাবে কিস্তির টাকা শোধ করবেন এনিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।