দৈনিক ফেনীর সময়

খাইয়ারায় তিশা বাসে তল্লাশী যাত্রীর পকেটে মিললো ইয়াবা

ছবি: ফেনীর সময় ডেস্ক

অনলাইন ডেস্ক:

ফেনী সদর উপজেলার খাইয়ারা রাস্তার মাথায় চেকপোস্ট বসিয়ে তিশা প্লাটিনাম পরিবহনের একটি বাসে তল্লাশী করে পুলিশ। এসময় সালাহউদ্দিন (৩৫) নামে এক যাত্রীর পকেট থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান জানান, গতকাল বুধবার বিকাল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের খাইয়ারা রাস্তার মাথায় চেকপোস্ট বসানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন যাত্রীবাহী পরিবহনে তল্লাশী করেন বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সিরাজুল হক চৌধুরী, এএসআই গাজী শওকত আকবর ও সঙ্গীয় ফোর্স। চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী তিশা প্লাটিনাম থামিয়ে তল্লাশী করা হয়। এসময় বাস যাত্রী সালাহউদ্দিনের পকেট থেকে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়।
ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ মারমা জানান, ইয়াবা সহ গ্রেফতারের পর সালাহউদ্দিনকে ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!