দৈনিক ফেনীর সময়

ফেনীতে ফসলি জমির মাটিকাটায় ট্রাক আটক, জরিমানা


অনলাইন ডেস্ক:

ফেনীতে ফসলি জমির মাটি কাটায় ট্রাক আটক ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা ও বালিগাঁও ইউনিয়নের বকশ বাজারে পৃথক অভিযান চালানো হয়। সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজীব তালুকদার অভিযানে নেতৃত্ব দেন।


সজীব তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে লক্ষীয়ারা খামারপাড়া এলাকায় অবৈধভাবে মাটিকাটা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ফসলি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল কাটার অভিযোগে অভিযান পরিচালনা করে মাটিভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। এসময় সরাসরি অভিযুক্ত কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় ব্যবস্থা নেয়া যায়নি। জব্দকৃত ট্রাকটি সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে রাখা হয়েছে।
এদিকে একইদিন বালিগাঁও ইউনিয়নের বকশ বাজার এলাকায় ফসলি জমির মাটি কাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


এর আগে বুধবার ফেনী সদরের বিভিন্ন এলাকায় চারটি অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্ণীয়ারা এলাকায় টপ সয়েল কাটার অভিযোগে অভিযান পরিচালনা করে মাটিকাটায় নিয়োজিত একটি এস্কেভেটর পাওয়া যায়। এসময় জড়িত কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় এস্কেভেটরটি অচল করে দেওয়া হয়। একই ইউনিয়নের কাজী পাড়ার বড় বাড়ি এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল কাটার অভিযোগে অভিযান পরিচালনা করে মাটিকাটার কাজে নিয়োজিত একটি এস্কেভেটর পাওয়া যায়। এখানেও কাউকে না পাওয়ায় এস্কেভেটর অচল করে দেয়া হয়। ধলিয়া ইউনিয়নে ফসলি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল কাটার অভিযোগে অভিযান পরিচালনা করে মাটিভর্তি একটি ট্রাক জব্দ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!