
অনলাইন ডেস্ক:
ফেনী জেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মহিপাল তৈয়বিয়া নুরীয়া দাখিল মাদ্রাসা মাঠে জেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে সকলের সম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমেদ ভ‚ঁইয়া।
কমিটির যারা নির্বাচিত হলেন সভাপতি মো: ইউনুস ও সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক। এছাড়াও অন্যান্যর মধ্যে সহ-সভাপতি পদে নুরুজ্জামান ও সফি উল্যাহ, সহ- সাধারণ সম্পাদক সহিদ উল্যা, আজিমুল করিম, মাঈন উদ্দিন, আসাদ, শহিদ উল্যাহ ও মো: ইমরান, সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, কোষাধ্যক্ষ নুরুল হক ইমন, দপ্তর সম্পাদক ইমাম হোসেন, প্রচার সম্পাদক আবু তাহের, সহ-প্রচার সম্পাদক মো: সোহাগ, ট্রেড ইউনিয়ন সম্পাদক হেদায়েত উল্যাহ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আব্দুল গাফফার, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, আইন আদালত সম্পাদক সাহাদাত হোসেন চৌধুরী, সাহায্য ও পূর্নবাসন সম্পাদক মো: আবুল কালাম, সমাজ সেবা সম্পাদক মো: রফিকুল ইসলাম ও সদস্য জহিরুল ইসলামসহ ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
শেষে নতুন কমিটির সকল নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয়।