নিজস্ব প্রতিনিধি :
ফেনী আলিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির নির্বাচন আগামী ২৮ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে শিক্ষকের পাশাপাশি ভোটযুদ্ধে নেমেছেন অভিভাবকরা। ইতিমধ্যে প্রতীক বরাদ্ধ পেয়ে প্রচারণা শুরু করেছেন তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দাখিল/ এবতেদায়ী স্তরে অভিভাবক সদস্য পদে প্রার্থী হওয়া এএইচএম ছানা উল্যাহ মুন্না হেলিকপ্টার, জিয়াউর রহমান ভূঁইয়া ফুটবল, মো: আলাউদ্দিন মাইক, মোহাম্মদ ইলিয়াছ টেলিফোন, মো: নুরুল ইসলাম চশমা, মো: নুরুল ইসলাম টেবিল ফ্যান, মো: ফজলুল হক বাইসাইকেল, মো: সাখাওয়াত হোসেন টিউবওয়েল, ফাজিল/ আলিম স্তরে আবদুর রহমান দোয়াত কলম, মুহাম্মদ নজরুল ইসলাম মই, কামিল/ মাষ্টার্স স্তরে ইব্রাহিম খলিল মাছ ও মোহাম্মদ নাছির উদ্দিন মোরগ প্রতীকে প্রার্থী হয়েছেন। দাতা সদস্য পদে মাদরাসার প্রয়াত অধ্যক্ষ মাওলানা আবদুল কুদ্দুসের ছেলে মো: নোমান শিকদার, প্রতিষ্ঠাতা সদস্য মনজুরুল ইসলাম ভূঞা বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।
সূত্র আরো জানায়, শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরিতে আগামী ২০ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পদে কামিল-মাষ্টার্স স্তরে মোশারফ হোসেন, আলিম-ফাজিল স্তরে ফেরদৌস আরা লিপি, সাজেদা আক্তার ও মোসলেহ উদ্দিন, এবং দাখিল পর্যায়ের ক্যাটাগরিতে ফরিদ উদ্দিন ও আরিফুল ইসলাম প্রতিদ্বন্ধীতা করছেন।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মীর মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নির্বাচন সুষ্ঠু করতে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ডিভাইস প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। ভোট দেয়ার সময় ভোটারের এনআইডির মূল কপি, সংশ্লিষ্ট শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ/ রেজি: কার্ড এর কপি সঙ্গে নিতে হবে।জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার জাহাঙ্গীর হোসাইন প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন।