নিজস্ব প্রতিনিধি :
এম. ফখরুল ইসলামের বাড়ি সোনাগাজী হলেও দীর্ঘদিন ধরে থাকেন রাজধানীতে। আবাসন ব্যবসায়ী হিসেবে সুপরিচিত। তিনি ঢাকার ইনটেক প্রোপ্রার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। শনিবার ভাই মিজানুর রহমানকে অস্ত্র মামলায় গ্রেফতারের পর ফেসবুকে লাইভ করে প্রতিবাদ জানান। ফখরুলের বিরুদ্ধে কোন মামলা না থাকলেও রবিবার রাত দেড়টার দিকে লন্ডনীপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গতকাল সোমবার তাকে একটি বিষ্ফোরক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, চরচান্দিয়া ইউনিয়নের লন্ডনীপাড়ার পাকা ঘরের বারান্দা থেকে দেশীয় তৈরী একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা। এ ঘটনায় গৃহকর্তা মিজানুর রহমানকে (৪৩) গ্রেফতার করা হয়েছে। এরপর তার ভাই ফখরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করে ব্যক্তিগত বিরোধের জেরে মিজানকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন। পরদিন রবিবার রাতেই ফখরুলকে গ্রেফতার করে পুলিশ। তাকে ২০২৪ সালের ১৮ নভেম্বর দায়ের করা একটি বিষ্ফোরক মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার দেখানো হয়।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার লন্ডনীপাড়া এলাকা থেকে এম ফখরুল ইসলাম নামে একজন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনীর মহিপাল এলাকায় গুলি ও হত্যার চেষ্টার ঘটনায় বিস্ফোরক আইনে ফেনী মডেল থানায় মামলা রয়েছে। রাতেই তাকে ফেনী মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়।
তবে পরিবারের সদস্যদের দাবি, মিজানের মত ফখরুলকেও প্রতিপক্ষ মিথ্যা মামলায় গ্রেফতার করিয়ে হয়রানি করছে।
এম ফখরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে দেশের কোথাও কোন থানায় মামলা নেই। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে।