সংবাদ বিজ্ঞপ্তি:
ফেনীতে আমার দেশ পাঠক মেলার পরিচিত সভা শুক্রবার ফেনী পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো: বাতেন।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী পরিষদ সদস্য জিয়াউদ্দিন মিস্টার, জামায়াতে ইসলামির ফেনী জেলা আমির মাওলানা মুফতি আবদুল হান্নান, বিএনপি ফেনী জেলার যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী , ফেনী প্রেসক্লাব সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, সুজন ফেনী জেলা শাখা সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা জাতীয়াবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট পার্থ পাল চৌধুরী, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দীন ফেনী আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী।
আমার দেশ জেলা কমিটির আহবায়ক নজরুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে সদস্য সচিব মো. আবদুস সালাম ফরায়েজীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এডভোকেট আমিনুল হক ভুট্টো, শাহ ওয়ালি উল্লাহ মানিক (এনসিপি ফেনী), আজিজ উল্লাহ আহমেদ (খেলাফত মজলিস ফেনী), মো. শরিফুল ইসলাম (সদস্য, পাঠক মেলা), একরামুল হক (সেক্রেটারি, ইসলামী আন্দোলন ফেনী), মহীউদ্দীন খন্দকার (কেন্দ্রীয় মহাসচিব, প্রাথমিক শিক্ষক সমিতি), সেলিম রেজা (যুগ্ম আহ্বায়ক, পাঠক মেলা), ফিরোজ আলম আবদুল কাইয়ুম সোহাগ (ছাত্র প্রতিনিধি) ও ওসমান গণি রাসেল।
এতে আরও বক্তব্য রাখেন, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূইয়া, সাধারণ সম্পাদক সোলাইমান হাজারী ডালিম, পাঠক মেলার সদস্য এড.মনসুর আহমেদ, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন স্বপন, মাঈন উদ্দিন, লেখক মুস্তাফা মুহিত, আমার দেশের সোনাগাজী প্রতিনিধি মো.নোমান, দাগনভূঞা প্রতিনিধি মোকাররম হোসেন পিয়াস, জেলা সংবাদপত্র এজেন্সির সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমূখ।
এসময় বক্তারা পাঠক চর্চার সংস্কৃতি জোরদার, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সংলাপ ও সম্প্রীতি গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।