‘জুলুম-অত্যাচারের অবসান ঘটাতে ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তুলুন’
নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচী গণসংযোগ পক্ষ উপলক্ষ্যে শহরের হাসপাতাল মোড়ে বুথ স্থাপন করে দাওয়াতি কার্যক্রম চালানো হয়েছে। গতকাল শনিবার পৌরসভার ৩, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের উদ্যোগে পৃথক চারটি বুথের কার্যক্রম উদ্বোধন করেন দলটির জেলা আমির মুফতি আবদুল হান্নান। শেষে তিনি হাসপাতালের চিকিৎসক, রোগী সহ সর্বসাধারণের মাঝে প্রচারপত্র বিতরণ করেন। এসময় শহর আমির নজরুল ইসলাম সহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলে
শহর আমির নজরুল ইসলাম জানান, প্রতিটি বুথে পরিচিতি সহ বিভিন্ন প্রকাশনা রাখা হয়েছে। পথচারী সহ আশপাশের ব্যবসায়ীরা আগ্রহী হয়ে সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষন করেন। অনেকে আগ্রহ সহকারে সহযোগি ফরম পূরণ করে জামায়াতে যোগ দিচ্ছেন। ১১ এপ্রিল থেকে শুরু হওয়া এ কর্মসূচী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
মুফতি আবদুল হান্নান জানান, ‘জাতির যেকোন দূর্যোগে জামায়াত সবসময় অগ্রভাগে থাকে। ৫ আগস্ট এবং বন্যা পরবর্তী মানুষের পাশে ছিল জামায়াত। দেশকে এগিয়ে নেয়ার জন্য স্বত:স্ফূর্তভাবে জামায়াতে ইসলামীকে সমর্থন দিন। আল্লাহর দাসত্ব ও রাসুল (সা.) এর আনুগত্য, কথা-কাজের গরমিল পরিহার করে খাটি পূর্ণ মুসলিম এবং সমাজ থেকে সবাই ঐক্যবদ্ধভাবে জুলুম-অত্যাচারের অবসান ঘটিয়ে ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার উদ্দেশ্যে গণসংযোগ পক্ষ চালানো হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘ন্যায়, ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে খুন, গুম, সন্ত্রাস, চাঁদাবাজী, লুটপাট, অপহরণ, শোষন-বঞ্চনামুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে কাজ করতে হবে। জামায়াতে ইসলামী সম্পর্কে ১৯৭১ এর পর থেকে মিথ্যা অপবাদ দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। কারা যুদ্ধাপরাধী, উগ্রবাদি, জঙ্গি সেটি জাতির সামনে প্রমাণিত হয়েছে। অসংখ্য ছাত্র-জনতা জীবন দিয়ে কথা বলার অধিকার এনে দিয়েছে।’ যারা অন্যায়ভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান মুফতি হান্নান।