fenirshomoy logo black
পাঁচগাছিয়ায় সালিশ করে দলীয় পদ হারালেন দেলু চেয়ারম্যান

সদর প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকায় ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগে মাকে নাকে খত দেয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলুর সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।


স্থানীয় ও দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মাথিয়ারা এলাকায় খালুর দোকান সংলগ্ন স্থানে সালিশি বৈঠকে স্থানীয় মহিন উদ্দিনের স্ত্রী সাজেদা বেগমকে নাকে খত দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।


১ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আশপাশে অনেক মানুষ জড়ো হয়ে আছেন। মাঝখানে সাজেদা বেগম ও জোহরা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছেলের অপরাধে দুইজন মায়ের সম্পৃক্ততার কথা বলা হয়। তারা অস্বীকার করলেও একপর্যায়ে দেলোয়ার হোসেন দেলু হাতে লাঠি নিয়ে সীমানা দিয়ে দুজনকে নাকে খত দিতে বাধ্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক তোলপাড় শুরু হয়।


এদিকে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাথিয়ারা গ্রামে নারীর প্রতি অসদাচরণ তদন্ত পূর্বক প্রমাণিত হওয়ায় পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুকে বিএনপির সকল পদ থেকে অব্যাহতি দেয়া হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!