ফুলগাজী প্রতিনিধি :
ফুলগাজীতে পাওনা টাকার দ্বন্ধে ছুরিকাঘাতের দুইদিন পর গতকাল বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী ভগ্নিপতি মনসুর আহম্মদ আজাদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক নিজাম উদ্দিন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। নিহত আজাদ ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নোয়াপুর গ্রামের তাহের আহম্মেদের বড় ছেলে।
আজাদের ছোট ভাই রিয়াদ বলেন, আজাদ ও তার শ্যালক নিজাম উদ্দিন দুজনই প্রবাসী। ঘটনার পাঁচদিন আগে আজাদ এবং দুই দিন আগে নিজাম দেশে আসেন। দেশে ফিরেই পাওনা টাকার জন্য ভগ্নিপতি আজাদকে চাপ দেন নিজাম। সোমবার রাতে পুরাতন মুন্সীরহাট বাজারের প্রধান সড়কে টাকা নিয়ে দুইজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে নিজাম ক্ষিপ্ত হয়ে আজাদের পেটে ও পিটে ছুরিকাঘাত করেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।