নিজস্ব প্রতিনিধি :
ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের দেবপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ কাজী নুরুল আলমকে আওয়ামীলীগের দোসর দাবী করে অপসারনে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। গতকাল সোমবার সকালে শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধনে প্রাক্তণ শিক্ষার্থী সহ স্থানীয় এলাকাবাসী অংশ নেন। এসময় মাদরাসা গভর্নিং বডির অভিভাবক সদস্য শাহআলম, স্থানীয় জেবল পোদ্দার, আতিক মাহমুদ, সাবেক ছাত্র শাহাদাত হোসেন, বর্তমান ছাত্র মোহাম্মদ হানিফ, জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত হুমায়ুন ফরিদ হৃদয় প্রমুখ।
জুলাই-আগস্ট যোদ্ধা হুমায়ুন ফরিদ হৃদয় বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালে অধ্যক্ষ নুরুল আলম মাদরাসাটিকে আওয়ামীলীগের ঘাঁটিতে পরিণত করেছেন। এখন তিনি পুনর্বাসনের চেষ্টা করছেন।
জেবল পোদ্দার বলেন, অধ্যক্ষ নুরুল আলম বিগত সময়ে আওয়ামীলীগের ডামি প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন। তিনি আওয়ামীলীগের প্রভাব খাটানোর কারনে এলাকার মানুষ দীর্ঘদিন মাদরাসার খোঁজখবর নিতে দেয়া হয়নি। কিছুদিন আগে আওয়ামীলীগের কিছু লোকজন একটি নামে মিটিং করে। সম্প্রতি গভর্নিং বডির নির্বাচনে বেশ কিছু অনিয়ম করে। নির্বাচনে এক ব্যক্তিকে অভিভাবক সদস্য, বিদ্যুৎসাহী সহ চারটি পদে নির্বাচন করেন। এছাড়া এক-দুই বিষয় ফেল করে তাদের টাকা ছাড়া পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হয় না।
মোহাম্মদ হানিফ বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে নির্মূল করা ছিল মূল উদ্দেশ্য। ৫ আগস্টের পরও ফ্যাসিজম বিদ্যমান, এটি অবশ্যই উদ্বেগের। বিভিন্ন সময় অধ্যক্ষ নুরুল আলম ছাত্রদের দাবীর প্রতি সমর্থন না দিয়ে উল্টো অবস্থান নিয়েছেন।
শাহাদাত হোসেন জানান, অধ্যক্ষ নুরুল আলম আওয়ামী দোসর। বর্তমান-প্রাক্তণ ছাত্র সহ এলাকাবাসী তার অপসারন দাবীতে রাস্তায় নেমেছেন। অপসারন না হওয়া পর্যন্ত
আন্দোলন চালিয়ে যাবে বলে তিনি ঘোষণা করেন।
মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।