fenirshomoy logo black

অনলাইন ডেস্ক:

জেলায় তিনদিনব্যাপী ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে। শহরের খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে আজ বুধবার সমাপনী দিনে প্রতিযোগিদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। বিজ্ঞান বিষয়ক প্রকল্প সিনিয়র শাখায় ফেনী সরকারি কলেজ প্রথম স্থান, ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দ্বিতীয় স্থান ও দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ তৃতীয় স্থান অর্জন করে।

জুনিয়র শাখায় ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় প্রথম, ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও দাগনভূঞা একাডেমি তৃতীয় স্থান অর্জন করে। বিশেষ শাখায় বিএসটিসি প্রথম স্থান, রেক্স দ্বিতীয় ও জয়নাল হাজারী কলেজ তৃতীয় স্থান অর্জন করে। জুনিয়র কুইজ প্রতিযোগিতায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম, সিনিয়র কুইজ প্রতিযোগিতার ফেনী সরকারি কলেজ প্রথম স্থান অর্জন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতেমা সুলতানার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো: শফী উল্লাহ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন বলেন, ‘জ্ঞান বিজ্ঞানের এই যুগে কি ঘোড়া তলোয়ার নিয়ে যুদ্ধে যাওয়া ঠিক? জ্ঞান বিজ্ঞানের এই যুগে টিকে থাকতে হলে বিজ্ঞানের সাথে তাল মিলাতে হবে। উদ্ভাবনী শক্তি আহরণ করতে হবে। আর এসবের পিছনে পড়ালেখার বিকল্প নাই। আমাদের কিছু শিক্ষার্থী এখন এমন হয়ে গেছে পরীক্ষা শেষ হওয়ার আগে ওরা মারামারির প্রস্তুতি নেয়। তিনি শিক্ষার্থীদের পড়ালেখামুখী ও আত্মনির্ভর হওয়ার আহ্বান জানান।’

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতেমা সুলতানা বলেন, ‘যতটুকু প্রযুক্তিগত ভাবে দক্ষ সে ততবেশি এগিয়ে যেতে পারবে। সার্টিফিকেট থাকা স্বত্বেও চাকরি করতে পারে না। অথচ সরকার ভোকেশনালে প্রণোদনা দিয়ে যাচ্ছে। এখান থেকে নিজেকে পারদর্শী করে তোলা যায়। অথচ আমরা পড়ালেখা না করেও সার্টিফিকেট, চাকরি প্রত্যাশা করি।’

শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। সোমবার জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ মেলার উদ্বোধন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!