fenirshomoy logo black

নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ৫ দিনব্যাপী ভ্রাম্যমান বই মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের রাজাঝির দিঘীর পাড়ের নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সংগঠক মো: মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো: শফি উল্লাহ, মানবজমিন ও বিডিনিউজ প্রতিনিধি নাজমুল হক শামীম প্রমূখ।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘বই মানুষের প্রকৃত বন্ধু। তরুন প্রজন্মকে বই পড়তে উৎসাহিত করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝুঁকেছে এ প্রজন্ম এ রোগের সবচেয়ে উৎকৃষ্ট ঔষধ হচ্ছে বই। আলোকিত মানুষ হতে হলে বই পড়তে হবে। এ সমাজে ভালো মানুষের বেশী প্রয়োজন। ফেনীর ইতিহাস ও ঐতিহ্য নিয়ে অনেক বই লেথা হয়েছে। আমরা উপহার হিসেবে বই দিতে পারি।’

মেলার আয়োজকরা জানান, বইমেলা আগামী ১৯ মে শেষ হবে। মেলা উপলক্ষে ২৫শতাংশ ছাড়ে বই বিক্রি করা হচ্ছে। এছাড়া আগামী রবিবার বিকাল ৪টায় বইমেলায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!