শহর প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে ফেনী ইউনিভার্সিটির সামনে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচী পালন হয়েছে। বৃহস্পতিবার সকালে কর্মসূচীতে জেলা ছাত্রদলের সদস্য মাহমুদুল হাসান, ফেনী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা সাইফ সুলতানুর রহমান ছাড়াও ফেনী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আযমাঈন কিবরিয়া মজুমদার অকিব, মুশফিকুর রহমান মিরাজ, সাজিদ উল হক ভূঁইয়া, নুসরাত জাহান ভূঁইয়া নিঝুম, জাফর উল্যাহ প্রমুখ অংশ নেন।
উল্লেখ্য, গত ১৩ মে দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে হামলার শিকার হয়ে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য।