fenirshomoy logo black

শহর প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ফেনী শহরে বিক্ষোভ মিছিল ও কালো ব্যাজ ধারণ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকালে শহরের মিজান রোডের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলকারিরা শহরের প্রধান সড়ক ট্রাংক রোড, জেল রোড, কলেজ রোড, মিজান রোড প্রদক্ষিণ করে পুনরায় সালাম কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম জিকুর নেতৃত্বে মিছিলে অন্যদের মধ্যে যুগ্ম-সম্পাদক হারুন রশীদ শামীম, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাফায়েত হোসেন নাদিম, সদর উপজেলার সাবেক সদস্য সচিব নজরুর ইসলাম, ফেনী সরকারি কলেজ শাখার যুগ্ম-আহবায়ক গিয়াস উদ্দিন স্বপন, পৌর শাখার যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম, কামরুল হাসান চৌধুরী আসিফ প্রমুখ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, গত ১৩ মে দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে হামলার শিকার হয়ে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!