নিজস্ব প্রতিনিধি :
দাবীকৃত চাঁদা না পেয়ে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর এলাকায় পান ব্যাপারির নির্মাণাধীন ঘর ভাংচুর করা হয়েছে। এসময় তারা নির্মাণ সামগ্রী সহ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এ ঘটনায় সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্র জানায়, আমিরবাাদ ইউনিয়নের চর সোনাপুর এলাকার আবদুল সালাম জসিম ঘর নির্মাণ শুরু করলে স্থানীয় ছায়েদ হোসেন সাঈদী ২ লাখ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদা না দেয়ায় বুধবার দুপুরে সাঈদীর নেতৃত্বে কতিপয় ব্যক্তি হামলা চালিয়ে পরিবারের সদস্যদের বেদড়ক মারধর করে। এসময় তারা পরিবারের সদস্যদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি গলার চেইন ছিনিয়ে নেয়। একপর্যায়ে নির্মাণাধীন ঘরের পিলার, দেয়াল ভেঙ্গে ও কিছু নির্মাণ সামগ্রী নিয়ে যায়। এতে প্রায় আড়াই লাখ টাকা ক্ষতি হয়।
ভুক্তভোগী আবদুস সালাম জসিম জানান, এ ঘটনায় তিনি ৯ জনের নাম উল্লেখ করে ৫-৬ জনকে অজ্ঞাত আসামী করে থানায় এজাহার দিয়েছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো: বায়েজীদ আকন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।