শহর প্রতিনিধি:
ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফলতির প্রতিবাদে এবং হত্যাকান্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ফেনী সরকারি কলেজ ছাত্রদল।
রবিবার দুপুরে ফেনী সরকারি কলেজের অডিটোরিয়াম থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ ফটকে গিয়ে শেষ। এ সময় কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুল হালিম মানিক, যুগ্ম-আহবায়ক গিয়াস উদ্দিন স্বপন, কাজী পারভেজ, আবু নওশেদ মজুমদার সানী, সাইফুল ইসলাম বাবলু, বিএসসি শাখার আহবায়ক নেওয়াজ উদ্দিন শাকিন, সদস্য সচিব মতিউর রহমান আশিক, সমাজকর্ম বিভাগের আহবায়ক জহির উদ্দিন, বিএসস শাখার সদস্য সচিব সামিউল হাসান, উচ্চ মাধ্যমিক শাখার সদস্য সচিব আবদুল মাজেদ ও কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।