সদর প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি সংসদ’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এনামুল করিম সাহীদ কে আহবায়ক করে ও ওমর ফারুককে সদস্য সচিব করে এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ’র আহবায়ক মো: সেলিম উদ্দীন ও সদস্য সচিব মো: দাউদুল ইসলাম সুমন স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অপরাপর নেতৃবৃন্দ হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সরওয়ার, যুগ্ম আহবায়ক আমিন আহম্মদ ভূঁইয়া, নুর মোহাম্মদ রিপন, বেলাল হোসেন, আলম কন্ট্রাকটর, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ শরিফ সহ ২১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।