নিজস্ব প্রতিনিধি :
দৈনিক ফেনীর সময় এ ‘ফুলগাজী মুহুরী নদীর উপর দুই কোটি টাকায় নির্মিত দক্ষিণ বরইয়া ও দৌলতপুর সেতু হুমকির মুখে’ সংবাদ প্রকাশের পর প্রশাসনের টনক নড়ে। গতকাল বুধবার ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ও বালি উত্তোলনের প্রমাণ মিলে। অভিযুক্ত ব্যক্তি ফজলুল হক বলিকে ৭ দিনের জেল ও ৫শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মাশিয়াত আক্তার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফুলগাজী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মাসিয়াত আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১১ ধারার মাটি ও বালু উত্তোলন করায় ফজলুল হক বলি (৬৫) কে ৭ দিন বিনাশ্রম কারাদন্ড ও ৫ শ টাকা জরিমানা করা হয়। তার পক্ষে তার জেঠাত ভাই জয়নাল আবদিন অংঙ্গীকার নামা দিয়েছেন-ক্ষতিগ্রস্ত পিলারের মাটি ভরাট করে দিবেন। সরকারি রাস্তা দখল সিমানা প্রচীর নির্মান ও কবরস্থান দখল করে দোকান ঘর নির্মানের জায়গার কাগজপত্র দেখানোর জন্য সময় দেয়া হয়েছে।