হোসাইন সুজন :
ফেনীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে রাত্রিকালীন মিনিবার ফুটবল টুনামেন্ট উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার রাতে শহরের হাসপাতাল মোডে ফেনী টার্প এক্সপ্রেস মাঠে টুনামেন্ট উদ্বোধন করেন দলটির জেলা আমির মুফতি আবদুল হান্নান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা।
জামায়াতের শহর যুব বিভাগের সভাপতি সালাউদ্দিন ভূঞা কিরণের সভাপতিত্বে ও সেক্রেটারি রেদোয়ান আহমেদ আরিকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান। এসময় শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকির হোসেন রুবেল, ২নং ওয়ার্ড জামায়াতের আমির গিয়াস উদ্দিন ও ১৬নং ওয়ার্ড আমির শামছুউদ্দিন প্রমুখ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অধ্যাপক লিয়াকত আলী ভূঞা বলেন, খেলাধুলার মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি হয়। নেতৃত্ব পেতে চাইলে দুটি জিনিস অর্জন করতে হয় সুস্থদেহ ও জ্ঞান। লিডারশীপের জন্য এই দুটির বিকল্প নেই। যে খেলা মানুষকে অলস করে, মানসিক বিকৃতি ও সময়ের অপচয় ঘটায় ইসলাম এইসব খেলা নিষেধ করেছে। ইনডোরের খেলা বাদে আউটডোরের সকল খেলা যেমন ক্রিকেট, ফুটবল, হকি, সাঁতার, রশি টানাটানি এই জাতীয় খেলা ইসলাম জায়েজ করছে।
মুফতি আবদুল হান্নান বলেন, যুবকদের মানসিক প্রশান্তি, কর্মস্পৃহা বাড়াতে খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। তিনি এ আয়োজনের সফলতা কামনা করে চ্যাম্পিয়ন দলের প্রতিটি খেলোয়াড়দের ট্যাকশ্যুট উপহার প্রদানের ঘোষণা দেন।সালাউদ্দিন ভূঞা কিরণ জানান, হাফপ্যান্ট পরে এই খেলায় অংশগ্রহণ করার সুযোগ নেই । ইসলামি বিধান পালন করে বিনোদনে অংশ নেয়ার সুযোগ রয়েছে। টুনামেন্টে মোট ১৬ টি দল অংশ গ্রহণ করেছে।