নিজস্ব প্রতিনিধি :
ফেনী শহরের ব্যস্ততম বড় বাজারের ইসলামপুর রোড ও তাকিয়া রোডে বিএনপির মিছিল-মিটিং বন্ধের দাবী উঠেছে।রবিবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ দাবী করেন শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী।
তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ সড়ক দুটিতে বিএনপি নেতারা পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ মিছিল-মিটিং করে। ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা ক্ষতির শিকার হচ্ছে। একটা রাজনৈতিক দলের জন্য সুনির্দিষ্ট জায়গা নির্ধারণ প্রয়োজন বলে জানান তিনি।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান সভায় সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আজগর আলীর সঞ্চালনায় সভায় অংশ নেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও সিভিল সার্জন ডা: রফিক উস ছালেহীন, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকার, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী, পরিবহন নেতা গিয়াস উদ্দিন আহমেদ বুলবুল প্রমুখ। সভায় আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্তক থাকার আহবান জানান বক্তারা।